স্টাফ রিপোর্টার::
কাগজে-কলমে ও সংসদীয় রেকর্ডে সুরঞ্জিত সেনগুপ্তের জন্ম ১৯৪৫ সনের ৫ মে। কিন্তু তার প্রকৃত জন্মদিন ১৯৩৯ সালের ৯ ফেব্রুয়ারি। এই তথ্য জানিয়েছেন দিরাই-শাল্লার আওয়ামী লীগের প্রবীণ একাধিক নেতা। রাজনীতির কারণে পড়ালেখায় ছেদ এবং একাডেমিক জীবনে আগে অনেকে বয়স কম লেখাতো বলেই সুরঞ্জিত সেনগুপ্তও এটা করেছিলেন বলে তারা জানান।
শাল্লা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ মহিন চন্দ্র দাশ স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, সুরঞ্জিত সেনগুপ্তের প্রকৃত বয়স ৭৬ বছর। ১৯৩৯ সালের ৯ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেছিলেন। রাজনীতির কারণে পড়ালেখায় ছেদের কারণে তিনি কাগজে-কলমে ৫ মে ১৯৪৫ লিখেছিলেন।