তাহিরপুর প্রতিনিধি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে তাহিরপুর উপজেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার হিসেবে দেড় শতাধিক মুক্তিযোদ্ধা মুজিবকোট পেয়েছেন। গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে সামাজিক দূরত্ব বজায় সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলামের উপস্থিতিতে মুক্তিযোদ্ধারা তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জীর হাত থেকে মুজিবকোট গ্রহন করেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী জানিয়েছেন, পর্যায়ক্রমে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদেরকে এ উপহার দেয়া হবে। একই সাথে শহীদ এবং মৃত মুক্তিযোদ্ধার পরিবারবর্গকে চাদর উপহার দেয়া হবে।