স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে নতুন করে আরও পাঁচজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা সংখ্যা ৭৫ জনে দাড়িয়েছে। তবে ইতোমধ্যে ৩৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বাকিরা হাসপাতালসহ ব্যক্তিগতভাবে আইসোলেশনে আছেন।
সিভিল সার্জন ডা. শামসুদ্দিন জানান, নতুন কোভিড১৯ আক্রান্তদের মধ্যে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার তিনজন, তাহিরপুর উপজেলার একজন ও ছাতক উপজেলার একজন।
জানা গেছে ঢাকার করোনা পরীক্ষা ল্যাবে সুনামগঞ্জের কয়েজনের বেশ কয়েকজনের নমুনা পাঠানো হয়েছিল। এর মধ্যে একদিনে তিন উপজেলার পাঁচজনের রিপোর্ট পজিটিভ আসে।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন,
যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার ল্যাবে সুনামগঞ্জের পাঁচজনের করোনা নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল। তাদের আইসোলেশনে নিয়ে আনার চেষ্টা চলছে। একই সঙ্গে তাদের সঙ্গে সম্পৃক্তদেরও নমুনা সংগ্রহের চেষ্টা চলছে।