তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে স্বাস্থ্য সুরক্ষায় কর্মরত সাংবাদিকদের পিপিই প্রদান করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিজেন ব্যানার্জী নিজ দফতরে সাংবাদিক আহমাদুল কবির, আবু জাহান তালুকদার, সাবজল হোসাইনকে পিপিই প্রদান করেন। তিনি ইতিপূর্বেও উপজেলায় কর্মরত বিভিন্ন স্থানীয় জাতীয় দৈনিকে কর্মরত ১০ জন সাংবাদিককে পিপিই প্রদান করেন।