দিরাই প্রতিনিধি ঃ-
বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপির মৃত্যুতে বিবিয়ানা মডেল ডিগ্রী কলেজের শিক্ষক শিক্ষার্থী বৃন্দের উদ্যোগে শোকর্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলার কুলঞ্জ ইউনিয়নের বোয়ালিয়া বাজার এলাকায় অবস্থিত কলেজ ক্যাম্পাস থেকে র্যালিটি বের হয়ে বাজার এলাকা প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। র্যালি শেষে কলেজ প্রঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ নিপেন্দ্র চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট শিক্ষা প্রকৌশল জুনের প্রকৌশলী ইঞ্জিনিয়ার নজরুল হাকিম, প্রকৌশলী অনন্ত দেবনাথ, ব্যারিস্টার ফজলে এলাহি রেজা, এসএম আবু তাহের চৌধুরী, শাহানুর আলম, কামরুল আলী, মিলন মিয়া, আলহাজ্ব শেখ ফরিদ আহমদ, ইসহাক মিয়া, আব্দুল মন্নাফ তালুকদার, আব্দুল মান্নান প্রমুখ।