হাওর ডেস্ক ::
খ্যাতিমান সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কামাল লোহানীর ছেলে সাগর লোহানী বলেন, প্রায় এক সপ্তাহ ধরে ওনার (কামাল লোহানী) ফুসফুস ও কিডনির জটিলতা বৃদ্ধি পেয়েছিল। বর্তমান কঠিন সময়ে বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়ার চেষ্টার পর বাধ্য হয়ে রবিবার সকালে একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। তাঁর ফুসফুস ও কিডনি বেশ উদ্বেগজনক অবস্থায় রয়েছে। পরিস্থিতি থিতু অবস্থায় আনার চেষ্টা করছেন চিকিৎসকরা।’
সবার ভালোবাসায় তিনি আবার সুস্থ হয়ে ফিরবেন লড়াইয়ের মাঠে- এমন আশাবাদ ব্যক্ত করেছেন সাগর লোহানী।
কামাল লোহানী প্রায় ছয় দশক ধরে দেশের সাংস্কৃতিক আন্দোলন ও সাংবাদিকতার ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি ছায়ানটের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বার্তা সম্পাদক, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতিসহ বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।