স্টাফ রিপোর্টার::
বাউল সম্রাট শাহ আবদুল করিমের শীষ্য বাউল রণেশ ঠাকুরের গানের আসরঘর পুড়ানোকে বাঙালির অসাম্প্রদায়িক সংস্কৃতির উপর দুবৃত্তের আঘাত বলে মন্তব্য করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন। বাউলের গানের আসরঘর যন্ত্রাংশসহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে বাউলকে শান্তনা দিয়ে তার সবচেয়ে সখের পুড়ে যাওয়া বাদ্যযন্ত্র দোতারা উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার বিকেলে তিনি রণেশ ঠাকুরের সঙ্গে ভিডিও কলে কথা বলেন। তিনি বাউলের কাছ থেকে তার করুণ ঘটনা শুনেন। বাউল তাকে জানিয়েছেন তার ৪০ বছরের সঙ্গীত সাধনার যন্ত্রপাতি, গানের খাতাসহ সবচেয়ে শখের দোতারাটাও পুড়ে গেছে। এসময় ব্যরিস্টার ইমন বাউলকে তার শখের যন্ত্র দোতারা কিনে দেওয়ার আশ্বাস দিলে বাউল খুশি হন।
ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন বলেন, করোনার এ ক্রান্তিলগ্নে অস্প্রদায়িক বাঙালীর সংস্কৃতির উপরে দুর্বৃত্তদের হামলা মাননীয় প্রধানমন্ত্রীর এগিয়ে যাওয়া এই বাংলাদেশ বরদাস্ত করবে না। এই সময়ে বাউল সম্রাট আব্দুল করিমের অন্যতম শীষ্য একজন বাউল রনেশ ঠাকুরের গানের ঘরে আগুন দিয়েছে বাঙালি সংস্কৃতির পুরনো শত্রুরা। সেইসব দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে। তিনি বলেন, বাউল রনেশ ঠাকুরের দোতরা এই বাংলায় কেউ থামিয়ে দিতে পারবেনা।