স্টাফ রিপোর্টার::
সাম্প্রদায়িক দুবৃত্তদের আগুনে বাউল স¤্রাট শাহ আবদুল করিমের শীষ্য বাউল রণেশ ঠাকুরের পুড়ে যাওয়া গানের আসর ঘর তৈরি করে দিবে জেলা প্রশাসন। মঙ্গলবার রাত পোনে দশটায় এ বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। আগাম সহায়তা হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজ বিকেলে তার বসতবাড়ি গিয়ে নগদ ২০ হাজার টাকা অর্থ সহায়তা দিয়ে এসেছে। দুষ্কৃতিকারীদের খুজে বের করে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়ে এসেছে প্রশাসন।
উল্লেখ্য গত রবিবার গভীর রাতে দুষ্কৃতিকারীরা বাউল রণেশ ঠাকুরের গানের আসরঘর পুড়িয়ে দেয়। এসময় ঘরে থাকা তার ৪০ বছরের সঙ্গীত যন্ত্রপাতিগুলো পুড়ে ছাই হয়ে যায়। সঙ্গে বিভিন্ন বাউল মহাজনের বাছাইকরা গানের খাতাসহ তার রচিত শতাধিক গানের খাতাটিও পুড়ে যায়। এ ঘটনায় মুষড়ে পড়েছেন তিনি। নির্বাক হয়ে বসে আছেন।
এ ঘটনায় সহকারি পুলিশ সুপার ও দিরাই থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করে এসেছেন। তারা দুষ্কৃতিকারীদের খুঁজে বের করার আশ্বাস দিয়ে এসেছেন।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, বাউল রণেশ ঠাকুর বাউল স¤্রাট শাহ আবদুল করিমের শীষ্য। তিনি নিজেও একজন প্রতিষ্ঠিত বাউল। আমরা এ ঘটনায় মর্মাহত। জেলা প্রশাসন বাউলের পুড়ে যাওয়া ঘর নতুন করে নির্মাণ করে দিবে। পাশাপাশি তিনি যাতে ন্যায় বিচার পান এ জন্য প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে।