ছাতক প্রতিনিধিঃ
লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড এর পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের কাছে গুড়ো দুধের প্যাকেট হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলম কবিরের নিকট গুড়ো দুধের প্যাকেট হস্তান্তর করেন কোম্পানির সুরমা প্ল্যান্টের হেড অব প্রোডাকশন আশিষ দত্ত। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোঃ লাহিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, জাউয়া বাজার ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন। আশিষ দত্ত জানান, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে পুষ্টির চাহিদা মেটানোর লক্ষ্যে স্থানীয় জনসাধারনের মধ্যে বিতরণের জন্য ছাতক উপজেলার জন্য এক হাজার চারশত প্যাকেট ও দোয়ারাবাজার উপজেলার জন্য এক হাজার প্যাকেট কোম্পানীর পক্ষ থেকে দুধ দেয়া হয়। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এর আগেও সচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি জনসাধারণের নিকট বিতরণের জন্য উপজেলা প্রশাসনের নিকট সার্জিক্যাল মাস্ক হস্তান্তর করে লাফার্জ-হোলসিম লিমিটেড।