স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের সাবেক জেলা প্রশাসক, অতিরিক্ত সচিব সাবিরুল ইসলাম বিপ্লব ও ঢাকা কলেজের এইচএসসি ৮৯ ব্যাচের শিক্ষার্থীগণের আর্থিক সহায়তায় সুনামগঞ্জের ১০০ শ্রমজীবী মানুষের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ হয়েছে। বুধবার দুপুরে শ্রমজীবী মানুষের হাতে এই খাদ্য সহায়তা তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ ও নারী নেত্রী শীলা রায়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সামাজিক সংগঠন অসহায়ের পাশে আমরা’ সুনামগঞ্জের সংগঠক বিটিভি প্রতিনিধি আইনুল ইসলাম বাবলু, জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট খায়রুল কবীর রুমেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে, প্রথম আলো’র স্টাফ রিপোর্টার খলিল রহমান, সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীন, কালের কন্ঠ’র জেলা প্রতিনিধি শামস শামীম, চ্যানেল ২৪’এর জেলা প্রতিনিধি এ আর জুয়েল, রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক চন্দন চক্রবর্তী, প্রথমআলো বন্ধু সভার সভাপতি রাজু আহমেদ, টিআইবি’র সনাক সদস্য বাবলু, রাজিব প্রমুখ।