আমিনুল ইসলাম আজির, ছাতকঃ
বৈশ্বিক বর্তমান সমস্যা করোনা প্রাদুর্ভাব। জন সাধারণকে নিরাপদ রাখতে দেশে দেশে চলছে লকডাউন। সরকারের নির্দেশনা ও আতঙ্কে সর্বক্ষণ গৃহে অবস্থান করছেন সকল শ্রেণী-পেশার লোকজন। শুরু হওয়া লকডাউনে কর্মহীন মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে টানা দু’বার খাদ্য সহায়তা বিতরণ করেন ছাতকের ইশতিয়াক রহমান তানভীর। আসন্ন ঈদ উপলক্ষে ৩য় বারের মতো মানুষকে সহায়তার উদ্যোগ নিলেন তিনি। ব্যক্তিগতভাবে ঈদ সহায়তা নিয়ে অস্বচ্ছল ৮শ’ পরিবারে মানবতার হাত প্রসারিত করেন তানভীর। এর আগে করোনা সংক্রমণ বিস্তার রোধেও মানবিকতার হাত প্রসারিত হয়েছিল তানভীর’র। ইশতিয়াক রহমান তানভীর ছাতক শহরের বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমানের পুত্র ও সুনামগঞ্জ-৫ (ছাতক -দোয়ারাবাজার) আসনের এমপি মুহিবুর রহমান মানিকের ভাতিজা। মঙ্গল ও বুধবার দু’দিনে ছাতক পৌরসভার মন্ডলীভোগ, নোয়ারাই, কুমনা, ভাজনা মহল, শ্যামপাড়া,লেবার পাড়া, দক্ষিণ বাগবাড়ি এবং কালারুকা ও ইসলামপুর ইউনিয়নের ৮শ’ পরিবারকে ঈদ সহায়তা হিসেবে দুধ, চিনি, তেল, ময়দা, সেমাই ও নুডলস পৌঁছে দেয়া হয়। এছাড়া ঈদে ৯০জন ব্যক্তিকে দেয়া হয় নগদ অর্থ সহায়তা। করোনা সংক্রমণ বিস্তার রোধে দেশবাসীকে ঘরে রাখার প্রাণপণ চেষ্টা অব্যাহত রেখেছে সরকার। বৈশ্বিক এই প্রাদুর্ভাবে নিজ ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নির্দেশে ঘরে অবস্থান করছেন দেশব্যাপী। এতে করে পরিবারের ভরণ-পোষণ নির্বাহে অনেকটা দিশেহারা নিম্ন আয়ের পরিবার গুলো। ছাতকেও বাদ পড়েনি করোনা সংকটের ভোগান্তি। এরই মধ্যে মানুষের দরজায় কড়া নাছড়ে ধর্মীয় আনন্দ উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদ উৎসবে সহায়তাভোগী পরিবার গুলোর উৎসবে নিজেকে সাধ্যমতো অংশীদার করে নেয়ার, মহৎ এক উদ্যোগ নিলেন ইশতিয়াক রহমান তানভীর।