স্টাফ রিপোর্টার::
জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ এমপি’র ২০১৯-২০ অর্থ বছরের বরাদ্ধকৃত এচ্ছিক তহবিল হতে সুনামগঞ্জ সদর উপজেলার ১০৩ জন উপকারভোগীর মাঝে ৩লক্ষ ২২ হাজার টাকার চেক বিতরণ করেছেন।
বুধবার(২০ মে) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় উপজেলা মিনলায়তনে উপকারভোগীর মাঝে চেক বিতরণ করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।
এসময় উপস্থিত ছিলেন,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা,ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, অ্যাড.আবুল হোসেন প্রমুখ।