স্টাফ রিপোর্টার::
বাউল সম্রাট শাহ আবদুল করিমের শীষ্য বাউল রণেশ ঠাকুরের গানের আসরঘর দুষ্কৃতিকারী কর্তৃক পুড়িয়ে দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের গ্রেপ্তার দাবি করেছে খেলাঘর আসর সুনামগঞ্জ। এ ঘটনায় মৌলবাদী শক্তি যারা বাউল মত পথ ও দর্শন তথা বাঙালি সংস্কৃতিবিরোধী তারাই এই হীন কাজ করেছে বলে মনে করেন সংগঠনের নেতৃবৃন্দ। সুনামগঞ্জ খেলাঘরের সভাপতি বিজন সেনরায় ও সাধারণ সম্পাদক রাজু আহমদ এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানান।
সুনামগঞ্জ খেলাঘরের সভাপতি বিজন সেনরায় বলেন, বাউল রণেশ ঠাকুর এই জেলা তথা বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত বাউল। তিনি নির্বিরোধ একজন মানুষ। তার গানের ঘর, যন্ত্রপাতি ও বইপত্র যারা পুড়িয়ে দিয়েছে এরা বাঙালি সংস্কৃতি ও গ্রগতিবিরোধী শক্তি। বাউলকে সবধরনের রাষ্ট্রীয় পোষকতা ও সহায়তাসহ দোষীদের খুজে বের করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।