স্টাফ রিপোর্টার::
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির আর্থিক সহযোগীতায় সুনামগঞ্জে স-মিল ও হোটেল শ্রমিকদের মাঝে জাতীয় গণতান্তিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির মাধ্যমে শুক্রবার বেলা ১২.০০ ঘটিকার সময় সুনামগঞ্জ জেল মুক্তিযোদ্ধা সংসদের সম্মুখে ২০ টি কর্মহীন পরিবারে খাদ্য সহায়তা বিতরন করা হয় । এসয় উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সাধারন সম্পাদক সাইফুল আলম ( ছদরুল )বিহঙ্গ সাংস্কৃতিক সংসদের আহ্বায়ক জনি রায়, জাতীয় গনতান্ত্রিক ফ্রন্ট জেলা কমিটির প্রচার সম্পাদক পলাশ সরকার , ,হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি লিলু মিয়া, সুনামগঞ্জ হকার্স শ্রমিক সংঘের জেলা সাধারণ সম্পাদক তাজুল ইসলাম,স-মিল শ্রমিক সংঘ জেলা সাপতি সিরাজ মিয়া, প্রমুখ । খাদ্য সামগ্রী প্রদানকালে নেতৃবৃন্দ বলেন অদৃশ্য শত্রু প্রানঘাতি করোভাইরাসের কারনে ২৬ মার্চ হতে সরকারীভাবে সাধারণ ছুটি ঘোষনার ফলে দেশের সকল প্রকার শ্রমিকগন কার্যত বেকার হয়ে পড়ে, সরকারী নির্দেশনা মেনে শ্রমিকগন শারীরিক দুরত্ব বজায় রেখে ঘরে থাকতে বাধ্য হয় । সরকার শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচীর মাধ্যমে প্রনোদনা প্যাকেজ ঘোষনা করলেও বেশীর ভাগ শ্রমিকরা প্রনোদনা হতে বঞ্চিত । কর্মহীন শ্রমিকগন অর্ধহারে অনাহারে কালাতিপাত করছেন । এসময় নেতৃবৃন্দ অভিলম্বে কর্মহীন সকল শ্রমিকদের জন্য পর্যাপ্ত খাদ্য ও নগদ অর্থ এবং রেশনের ব্যবস্থার জোর দাবি জানান ।