ছাতক প্রতিনিধিঃ
ছাতকে ভাতগাঁও ইউনিয়নে সরকার কর্তৃক ত্রাণের সহায়তা তালিকা নিয়ে প্রশ্ন ওঠায় ইউনিয়নে চাল ও আলু বিতরণ অসম্পূর্ন রয়ে গেছে। ভুয়া তালিকার কারনে ৭০বস্তা চাউল, ১শ’৪০কেজি আলু জব্দ করা হয়েছে।
জানা যায়, করোনা দূর্যোগে কর্মহীন হয়ে পড়া ভাতগাঁও ইউনিয়নের ৯শ’ পরিবারের জন্য ১০কেজি চাল ও ২কেজি করে আলু বরাদ্ধ দেয়া হয়। মংঙ্গলবার দিনব্যাপী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৪ জন ট্যাগ অফিসারের উপস্থিতিতে ৭শ’ উপকারভোগীর নামসহ অন্যান্য তথ্য সঠিক থাকায় এসব বিতরন করা হয়। এ সময় ভুয়া তালিকা গ্রহনের কারনে বণ্টনের অবশিষ্ট চাউল, আলু থেকে যায়। প্রায় ২শ’জন ব্যক্তির নামের সঙ্গে গড়মিল থাকায় ৭০বস্তা চাউল ও ১শ’ ৪০কেজি আলু জব্দ করে ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখেন ট্যাগ অফিসার। জব্দ করা এসব ত্রাণ সামগ্রী ইউনিয়নের ৮ ও ৯ ওয়ার্ডের সুবিধাভোগীদের বলে জানা গেছে।
ট্যাগ অফিসার উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার বিষয়টি নিশ্চিত করেন। এদিকে বৃহস্পতিবার দুপুরে ট্যাগ অফিসার আরিফ চৌধুরী ও জুনেদ আহমদের উপস্থিতিতে বাছাই করে ৩০বস্তা চাউল ও ৯০ কেজি আলু আবারো বিতরন করা হয়েছে। এ ব্যাপারে ট্যাগ অফিসার মাসুদ সরকার জানান, তালিকায় সন্দেহ ধরাপড়ার কারনে মংঙ্গলবার ত্রাণ বিতরণ বন্ধ করা হয়েছিল। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেছেন বলে ও জানান। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার ৭০বস্তা চাউল জব্দ করার বিষয়টি নিশ্চিত করে বলেন মা পক্ষে ছেলে ও বাবা পক্ষে মেয়ে নিতে আসার কারনে এসব ঘটেছে। প্রসঙ্গত, এর আগে ওই ইউনিয়নে সরকার কর্তৃক নগদ অর্থ বিতরণের তালিকায় স্বজন প্রীতির অভিযোগ দেখা দিয়েছিলো।