স্টাফ রিপোর্টার::
ঈদ উপহার হিসেবে এক মাসের বাসা ভাড়া মওকুফ করলেন নিউজসুনামগঞ্জ.কমের সম্পাদক ও প্রকাশক, বাংলানিউজ২৪.কমের
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট সাংবাদিক মো.আশিকুর রহমান পীর। সুনামগঞ্জ শহরের পশ্চিম তেঘরিয়া পীর বাড়ি’র বাসিন্দা আশিক শহরে নিজ বাসার পাশে দুই ইউনিটের একটি বাসা ভাড়া দেন। করোনায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় কষ্টের মধ্যে পড়ে যায় ভাড়াটিয়ারা। এ কারণে তিনি মে মাসের বাসা ভাড়া মওকুফ করেন। তিনি দুই ইউনিটের ভাড়া পান ৯হাজার ৭শ টাকা। তার এই ভাড়া দেয়া বাসাটিতে দুইটি পরিবার বসবাস করে। একজন একটি বড় দোকানের ব্যবস্থাপক, পাশাপাশি তার ছোট আকারে বালি পাথরের ব্যবসা রয়েছে। অপর
ভাড়াটিয়া সেলাই প্রশিক্ষক। করোনা কাল বিবেচনা করে বাসার মালিক সাংবাদিক আশিক এ সিদ্ধান্ত নেন। ভাড়াটেয়াদের ভাড়া মওকুফ করে তিনি তাদের ঈদ উপহার দিয়েছেন বলেও জানান।
আশিকুর রহমান পীর বলেন, করোনার কারণে সবাই এক অজানা আতঙ্কে’র মধ্যে বসবাস করছেন। সকলেরই আয় রোজগার কমে গেছে। ভাড়াটিয়া গণ কষ্টের মধ্যে দিন যাপন করছে। সব কিছু বিবেচনা করে আমি এক মাসের ভাড়া মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছি। আমার যদি আরও বেশি সামর্থ্য থাকতও তা হলে তাদেরকে আরও বেশি সহযোগিতা করতে পারতাম। তিনি বলেন, ভাড়াটেয়ার ভাড়া মওকুফই আমার ঈদ উপহার।