ছাতক প্রতিনিধিঃ
ছাতকে নতুন করে আরো ৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। গত ২৩ মে এদের নমুনা সংগ্রহ করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিলো। সোমবার তাদের রিপোর্টে করোনা পজেটিভ শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী। আক্রান্ত একজন ইসলামপুর ইউনিয়নের গনেশপুর-মৌলভীরগাও এলাকার বাসিন্দা। আরেকজন একই ইউনিয়নের গনেশপুর নোয়াগাও গ্রামের বাসিন্দা। অপর একজন জাউয়া ইউনিয়নের কৈতক এলাকার বাসিন্দা ও ব্র্যাকের কর্মী। এদিকে বাগবাড়ী মহল্লার বাসিন্দা ১০ বছরের এক শিশুর করোনা পজেটিভ শনাক্ত হয়েছে কয়েকদিন আগে। তাকে ১৪ দিন ছাতক ডিগ্রী কলেজে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দিয়ে দ্বিতীয়বারের মতো নমুনা প্রেরন করা হলে আবারো করোনা পজেটিভ শনাক্ত হয়। এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৫ জনে। করোনার উপসর্গ নিয়ে ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের রাধানগর গ্রামের বাসিন্দা একজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডা. রাজীব চক্রবর্তী ওই ব্যাক্তি হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করলেও তার করোনা পজেটিভের বিষয়টি নিশ্চিত করতে পারেননি।