1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন

ফের করোনা পজিটিভ শাহরিয়ার, ফুসফুসে গভীর সংক্রমণ

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ মে, ২০২০, ১২.৫৬ পিএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার ফের করোনাভাইরাস পজিটিভ হয়েছেন। সংক্রমণের ১৩ দিন পর দ্বিতীয়বার পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন মনজুর মোহাম্মদ শাহরিয়ার। তিনি বলেন, ‘সিএমএইচে টেস্ট করা হয়েছে। টেস্টে কোভিড-১৯ আবারও পজিটিভ এসেছে।’

এর আগে আজ বিকেলে ফেসবুক স্ট্যাটাসে শাহরিয়ার বলেন, ‘আক্রান্ত হওয়ার ১৩ দিনের মাথায় কোভিড-১৯ টেস্ট আবারও পজিটিভ। ফুসফুসে গভীর সংক্রমণ ধরা পড়েছে। আশঙ্কা সত্যি হয়ে গেল। ঘরের অন্য সদস্যদের অবস্থা স্থিতিশীল রয়েছে।’

ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক আরও বলেন, ‘রাতের অন্ধকারের পর আসে ভোরের সূর্য। আলোকিত হয়ে ওঠে সবকিছু। ইনশাআল্লাহ বিশ্বাস করি, আবার সব আগের মতোই হবে। মনোবল শক্ত আছে; কিন্তু কী যেন…… পরিবারের সব সদস্যকে অমানবিক এক যন্ত্রণায় ফেলে দিলাম। রাব্বুল আলামিন সবাইকে হেফাজত করুন; ধৈর্য করার তৌফিক দিন। সারা দেশে সবাই আমাদের জন্য যে প্রার্থনা করেছেন, তা আশীর্বাদ হয়ে থাকবে। সবার দোয়া চাই।‘

এর আগে গত ১৩ মে নমুনা পরীক্ষায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আলোচিত এই কর্মকর্তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। পরে তার স্ত্রী-সন্তানেরও করোনা রিপোর্ট পজিটিভ আসে।

মঞ্জুর শাহরিয়ার একজন সৎ কর্মকর্তা হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। ভোক্তার অধিকার নিশ্চিত করতে নামীদামি অনেক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে বেশ আলোচনায় আসেন তিনি।

গত বছর একটি অভিযানের সময় দাম বেশি রাখায় জরিমানা ও আড়ংয়ের উত্তরা আউটলেট আট ঘণ্টা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন তিনি। এরপর ঈদের ছুটির মধ্যেই প্রজ্ঞাপন দিয়ে তাকে বদলি করা হয়। পরে আবার তা বাতিল করা হয়। সকল অভিযানে আপডেট ভিডিওসহ প্রকাশ করায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!