স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে করোনা রোগীর সংখ্যা বেড়ে চলছেই। গত ২৪ ঘন্টায় নতুন করে সবচেয়ে বেশি ১৮জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চারজন পুলিশও রয়েছেন।
বৃহস্পতিবার রাতে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিসিআর ল্যাবে সুনামগঞ্জের ১৭০টি নমুনা থেকে ১৮জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।
নতুন করোনা আক্রান্ত রোগীদের মধ্যে ৪জন পুলিশ সদস্য, সদর উপজেলায় ২ জন, দোয়ারাবাজার উপজেলায় ৪জন, ছাতক উপজেলায় ৬ জন, তাহিরপুর উপজেলায় ১ জন ও জগন্নাথপুর উপজেলায় ১ জন রোগী শনাক্ত হয়েছেন।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. মোহাম্মদ শামসুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।