ছাতক প্রতিনিধিঃ
ছাতকে ডাক্তারসহ আরও ছয়জনের শরিরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে তাদের নমুনা পরিক্ষা করা হয়। ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র মেডিকেল অফিসার (ইউনানী) ডা. শাহীন রেজার করোনা পজেটিভ আসে। এছাড়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর-নোয়াগাঁও গ্রামের একই পরিবারের তিন জন এবং জাউয়াবাজার ইউনিয়নের কৈতক এলাকার একজন ফার্মেসি ব্যাবসায়ী ও তার ছেলের শরিরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় ২২জনের শরিরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে ৫জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন আহমদ। উল্লেখ্য, গনেশপুর নোয়াগাঁও গ্রামের নতুন ৩জন নিয়ে একই পরিবারের মোট ৪জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রথমে আক্রান্ত হয়েছিলেন ওই পরিবারের সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক টিমের সদস্য এম জে আলম।