1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ন

ছাতকে এসএসসির ফলাফলে শীর্ষে সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়

  • আপডেট টাইম :: রবিবার, ৩১ মে, ২০২০, ১১.০১ পিএম
  • ১৮৭ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ২৬টি জিপিএ-৫ পেয়ে শতভাগ ফলাফলসহ উপজেলার শীর্ষে রয়েছে ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়। শতভাগ ফলাফলসহ ১৬টি জিপিএ-৫ লাভ করে ছাতক সিমেন্ট ফ্যাক্টরী উচ্চ বিদ্যালয় ২য় স্থানে এবং ১১টি জিপিএ-৫ পেয়ে ৩য় স্থানে রয়েছে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়। এসএসসি ও সমমান পরীক্ষায় এ উপজেলায় ৫হাজার ২৩১জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৪হাজার ৪২১জন। জিপিএ-৫ লাভ করেছে ১৩৭জন শিক্ষার্থী। পাশের হার শতকরা ৮৪.৫২ ভাগ। এসএসসি পরীক্ষায় অংশ নেয়া ৩হাজার ৯২৭জন শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৩হাজার ২৪৭জন। জিপিএ-৫ লাভ করেছে ১১৯জন শিক্ষার্থী। পাশের হার শতকরা ৮১.৭৫ ভাগ। দাখিল পরীক্ষায় ১হাজার ৩৪জনের মধ্যে কৃতকার্য হয়েছে ৮৩০জন। পাশের হার শতকরা ৮০.২৭ ভাগ। জিপিএ-৫ লাভ করেছে ১২জন শিক্ষার্থী। কারিগরি পরীক্ষায় ২৭৩জনের মধ্যে কৃতকার্য হয়েছে ২৪৬জন। পাশের হার শতকরা ৮৯.৩৮ভাগ। ৬জন পরীক্ষার্থী জিপিএ-৫ লাভ করেছে। এছাড়া এসএসসি পরীক্ষায় চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ও সাউথওয়েষ্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ ১০টি করে, সমতা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ও হাজী জামালউদ্দিন উচ্চ বিদ্যালয় ৭টি করে, এস.পি.পি.এম উচ্চ বিদ্যালয় ৬টি, শতভাগ ফলাফলসহ হায়দরপুর উচ্চ বিদ্যালয় ৪টি, ইসলামপুর উচ্চ বিদ্যালয় ও একতা উচ্চ বিদ্যালয় ৩টি করে, এলপি উচ্চ বিদ্যালয়, ঝিগলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ও নতুনবাজার উচ্চ বিদ্যালয় ২টি করে এবং মঈনপুর উচ্চ বিদ্যালয়, শুকুরুন্নেছা চৌধুরী উচ্চ বিদ্যালয়, হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়, ছাতক ইউনিয়ন মডেল উচ্চ বিদ্যালয় ও আলহাজ্ব আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয় ১টি করে জিপিএ-৫ লাভ করেছে। কামিল পরীক্ষায় শতভাগ ফলাফলসহ বুরাইয়া কামিল মাদ্রাসা ৭টি, পালপুর জালালিয়া আলিম মাদ্রাসা ৩টি এবং লাকেশ্বর ও মোহাম্মদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা ১টি করে জিপিএ-৫ লাভ করেছে। কারিগরি পরীক্ষায় চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ৫টি এবং টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ১টি জিপিএ-৫ লাভ করেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায় ফলাফলে সন্তোষ প্রকাশ করে জানান, ভবিষ্যতে আরো ভালো ফলাফলের জন্য সার্বিক প্রচেষ্টা অব্যাহত রাখা হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!