স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে আরও ৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আজ বুধবার (৩ জুন) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ২১৯ জনে দাড়াল।
শাহজালা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তারা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।’