স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ করোনার হটস্পট? সম্প্রতি জ্যামিতিক হারে সুনামগঞ্জে করোনা রোগী বৃদ্ধির ঘটনায় এমন প্রশ্ন ওঠেছে। গত কয়েকদিন ধরে সিলেট বিভাগে করোনা আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে সুনামগঞ্জ। আজ বৃহষ্পতিবার আরো ৩১জন আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে সুনামগঞ্জ জেলায় ২৫০জন করোনায় আক্রান্ত হয়েছে।
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরটি-পিসিআর ল্যাবে বৃহষ্পতিবার আরো ৩১ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস । শাবির ল্যাবের করোনা পেজেটিভ মিলিয়ে সুনামগঞ্জ জেলায় করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ২৫০ জনে।
শাবির জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহকারি অধ্যাপক জিয়াউল ফারুক জয় জানান, বৃহস্পতিবার শাবির পিসিআর ল্যাবে ২৬৯টি নমুনা গ্রহণ করা হয়। এর মাঝে মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৩১ জনকে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে। তিনি জানান, আক্রান্তদের সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।