তমাল পোদ্দার:
ছাতকে করোনা সংক্রমন রোধে গণসচেতনতা সৃষ্টি করতে মাঠে নেমেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কবির ও ছাতক থানার অফিসার্স ইনচার্জ মোস্তফা কামাল। শনিবার বিকালে পৌর শহরসহ উপজেলার গোবিন্দগঞ্জ বাজার, জাউয়া বাজার, ধারনবাজার ও জালালপুর পয়েন্টে সচেতনতামূলক প্রচারণা করেন তারা। মুখে মাস্ক ব্যবহার না করায় বিভিন্ন এলাকার ৯ জন পথচারীর কাছ থেকে ২ হাজার ৭’শ টাকা জরিমানা আদায় করা হয়। নির্ধারিত সময়ের পরেও দোকান খোলা রেখে ক্রয় বিক্রয় করার অপরাধে গোবিন্দগঞ্জ বাজারের ৩ টি দোকান থেকে মোবাইল কোর্টের মাধ্যমে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা আদায় করা হয়। তারা সবাইকে অকারনে হাটবাজার ও পয়েন্টে সমবেত না হতে এবং চলাফেরার সময় অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করতে বলেছেন। এসময় তারা বাজারে আসা কিছু লোকজনের মধ্যে মাস্কও বিতরণ করেছেন। সম্প্রতি এ উপজেলায় করোনা ভাইরাস ভয়াবহ রূপ ধারন করে। ইতিমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখানে তিনজন মৃত্যুবরণ করেছেন। এমতাবস্থায় প্রশাসনের তৎপরতাকে সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।