জুনাইদ আহমদ::
ছাতকের জাউয়া ও বড়কাপন ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল। রবিবার বিকালে জাউয়া বাজার ও বড়কাপন বাজারে মাস্ক ছাড়া অযথা ঘুরাফেরার দায়ে ১৭ জনের কাছ থেকে ১২ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল। এছাড়া জাউয়া ও বড়কাপন বাজারের ৭ ব্যাবসায়ীর নিকট থেকে ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সরকারি বিধি উপেক্ষা করে দোকানিরা ব্যাবসা পরিচালনা করায় তাদের জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় থানা পুলিশের লোকজন উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল জানান ১৫ বিধি,১৮৬০ এর ২৬৯ ধারায় ২৪ টি মামলা রুজু করে ৭ দোকানি ও মাস্ক ব্যবহার না করে রাস্তায় ঘুরাফেরার অপরাধে ১৭ জনের কাছ থেকে ৪৩ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।