1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৫:৫৭ পূর্বাহ্ন

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম :: বুধবার, ১০ জুন, ২০২০, ৭.৫৩ পিএম
  • ৩১৭ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৪৫ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ১৫ জনকে ভর্তি করা হয়েছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। বুধবার সকালে শহরের তাতিকোনা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে কয়েক রাউন্ড গুলি ছোঁড়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। দফায়-দফায় সংঘর্ষে গোটা এলাকা এক পর্যায়ে পরিণত হয় রনক্ষেত্রে। এসময় আশপাশের কয়েকটি পাড়ার মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আতংক। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে শহরের তাতিকোনা এলাকার বাসিন্দা আতাই মিয়া ও সুরুজ আলীর মধ্যে পূর্ব বিরোধ নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে বুধবার সকালে উভয় পক্ষের লোকজন তুমুল সংঘর্ষে লিপ্ত হয়। দফায়-দফায় সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ৪৫ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত লাভলু মিয়া, নিক্সন, শিমুল, জলাল উদ্দিন, মাহফুজ বাবলু, ফয়সল, আজিজুর রহমান, কুতুব আলী, কছির মিয়া, আঞ্জব আলী, মনসুর আলী, আইন উদ্দিন, জইন উদ্দিন, আলিম উদ্দিন ও সাদক আলীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অজিত দাস, তাজ উদ্দিন, মারুফা বেগম, আলী হোসেন, সামছুদ্দিন, সাবুল, এমরান, মালেক, কেতাবানু, রাজিয়া আক্তার, আইয়ুব আলী, সাঞ্জব আলী, ইসলাম উদ্দিন, নিজাম উদ্দিন, আনার উদ্দিন, খুরশেদা আক্তার, আলমগীর, গিয়াস উদ্দিন, সাহাব উদ্দিন, আল আমিন, জীবন দেবসহ অন্যান্য আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ছাতক থানার ওসি মোস্তফা কামাল জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!