তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটার তীর কেটে গভীর রাতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বালু উত্তোলন করার সময় ১১ জনকে আটক করেছে তাহিরপুর থানার পুলিশ।
আটককৃতরা হলেন- বিশ্বম্ভরপুর উপজেলার আমড়িয়া গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে বিল্লাল মিয়া (২০), মৃত ধন মিয়ার ছেলে জুলহাস মিয়া (২২), মৃত মুসলিম মিয়ার ছেলে হযরত আলী (২৬), মৃত নুনু মিয়ার ছেলে ফালান মিয়া (৩২), মুসলিম মিয়ার ছেলে মরম আলী (৪০), হারুন মিয়ার ছেলে সুহেল মিয়া (২২), মৃত মোতালিব মিয়ার ছেলে রমজান আলী (৩০), সিরাজপুর বাগগাঁও গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে নুরুজ্জামান (৩২), ফালান মিয়ার ছেলে সেলিম হাসান (২০), তাহিরপুর উপজেলার বিন্নাকুলী গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে শাহাব উদ্দিন (৩০) ও লামাশ্রম গ্রামের আমির আলীর ছেলে মুক্তার হোসেন (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে এবং এসআই দীপঙ্কার বিশ্বাস, এসআই জহরলাল দত্ত ও এএসআই মো. বেলাল হোসেনের সহযোগিতায় উপজেলার সীমান্ত নদী যাদুকাটার ঘাগটিয়া আদর্শগ্রাম বড়টেক থেকে অবৈধভাবে নদীর তীর কেটে বালু উত্তোলন করার সময় ২টি স্টিল বডির নৌকাসহ পুলিশ তাদেরকে আটক করে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান ১১ জনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এসআই দীপঙ্কর বিশ্বাস বাদী হয়ে আটককৃত ১১ জনসহ ৪ জনকে পলাতক আসামি দেখিয়ে মোট ১৫ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দায়ের করেছেন। আটককৃত আসামিদের বুধবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।