স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর ইউনিয়ন ভূমি অফিসের সৎ, নির্লোভ ও আপোষহীন কর্মকর্তা এবং মোহনপুর গ্রামের কৃতি সন্তান কাজী শামসুল হুদা সোহেল এর উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় স্থানীয় জয়নগর বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে এ ‘মানববন্ধন’ অনুষ্ঠিত হয়। মোহনপুর ইউনিয়ন আওয়ামিলীগ এর সভাপতি বাবু হেমন্ত তালুকদার এর সভাপতিত্বে এবং সুনামগঞ্জ সদর উপজেলা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজু তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার সর্বস্তরের জন-সাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উক্ত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন – মোহনপুর শালিস কমিটির সভাপতি মুছন আলী, জয়নগর বাজার কমিটির সাধারণ সম্পাদক জুলহাস মিয়া, মর্নিং সান কিন্ডারগার্টেন এর সভাপতি বদিউজ্জামান, জয়নগর বাজার হাজী গণি বক্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিলু মিয়া, ইউপি সদস্য শামসুন্নুর, মোহনপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আজিজুর রহমান, সরদারপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আমিরুল ইসলাম, প্রবাসী আমিনুর রশিদ আমিন, সোশ্যাল কমপ্লায়েন্স ম্যানেজার(এমএনসি) আখলাকুর রহমান, রাজনীতিক ও ব্যবসায়ী আকিকুল ইসলাম, মোহনপুর যুব কল্যাণ পরিষদের সভাপতি ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মোঃ রইসুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের কৃষি বিষয়ক সম্পাদক ও প্রাণী চিকিৎসক মোঃ সেলিম, নৌ বাহিনী কর্মকর্তা সাইদুল আমিন, সম্মিলিত যুব সমাজের সংগঠক তৈয়বুর রহমান, বিডব্লিউডিবি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল কাফি, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি তানভীর আহমদ জনিক, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ফার্মাসিস্ট হুমায়ুন রশিদ, জয়নগর পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি হিমেল তালুকদার, চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আলী, ব্যবসায়ী মামুনুর রশীদ, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হেলাল আহমদ জুয়েল, চিকিৎসক জিতেষ দাস, ব্যবসায়ী আলী আমজদ, বিশিষ্ট মুরুব্বি আব্দুল কাদির, মোহনপুর যুব কল্যাণ পরিষদের ক্রীড়া সম্পাদক আলমগীর হোসেন, ফুটবলার অলিউর রহমান, শোয়েব আহমদ, রাজু, লেবু, সালমান, পাবেল, রিংকু তালুকদার প্রমুখ।
এসময় বক্তারা কাজী শামসুল হুদা সোহেল এর উপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং হামকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায়, এলাকাবাসী সম্মিলিতভাবে জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করার মতো কর্মসূচিসহ আরও কঠোর কর্মসূচি প্রদান করবেন বলে হুশিয়ারী প্রদান করেন।