অনলাইন ডেক্স::
ভাষাশহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে জাদুঘর তৈরি ও সারাদেশে ভাষা সংগ্রামীদের তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
১৯ ফেব্রুয়ারি রবিবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এক সম্পূরক আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ দেন।
সুপ্রীম কোর্টের আইনজীবি মঞ্জিল মোর্শেদ আবেদনটি করেছিলেন। আগামী ৬ মাসের মধ্যে এই নির্দেশ বাস্তবায়নে কী পদক্ষেপ নেয়া হয়েছে, তা প্রতিবেদন আকারে আদালতকে জানাতে বলা হয়েছে।
এর আগে ২০১০ সালে এ সংক্রান্ত একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ৮ দফা নির্দেশনাসহ রায় দেন আদালত। সেই রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় আজ আদালতে সম্পূরক আবেদন করেন ওই আইনজীবী।