1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৩:৫১ পূর্বাহ্ন

সুনামগঞ্জে করোনা যোদ্ধাদের প্রতি বিরল ভালোবাসা

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ জুন, ২০২০, ১০.৩৪ এএম
  • ২৬৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জে করোনাকালে অগ্রভাগে থেকে যারা বিভিন্নভাবে জনগণকে সেবা ও সহযোগিতা করে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সুনামগঞ্জের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। শনিবার দুপুরে ‘আমরা সুনামগঞ্জবাসী’ ব্যানারে জেলার সুধীজন মিলিত হয়ে করোনাকালের সম্মুখযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
আমরা সুনামগঞ্জবাসী শহরের ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গনে সমবেত হয়ে করোনা মোকাবিলা, মানুষদের সেবাদান ও সচেতনতায় ঝূঁকি নিয়ে স্বাস্থ্যবিভাগ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্যাংক কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিসহ যারা কাজ করছেন সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট করতালি দিয়ে অভিনন্দন জানান। তাছাড়া যারা ইতোমধ্যে মহামারি করোনায় মৃত্যবরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে করোনা যোদ্ধাদের প্রতি সংহতি ও ভালোবাসা জানিয়ে বক্তব্য দেন সুধীজন।
অনুষ্ঠানে করোনাকালে সেবা দানকারীদের প্রতি ‘করোনাকালের সম্মুখযোদ্ধা সকল চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, ব্যঙ্কার ও সংবাদকর্মীসহ পেশাজীবীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ সংক্রান্ত ফেস্টুন নিয়ে উপস্থিত হয়ে সুধীজন কৃতজ্ঞতা জানান।
বক্তারা বলেন, বৈশ্বিক মহামারি করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে যেসব পেশাজীবী মানুষদের সেবায় কাজ করছেন তাদের ঋণ শোধ করার মতো নয়। আমরা তাদের প্রতি সংহিত, কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। সবার সম্মিলতি চেষ্ঠায় এই লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে।
আলোচনায় বক্তব্য দেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, লেখক ও গবেষক সুখেন্দু সেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সালেহ আহমদ, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সুনামগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক রুহুল তুহিন, সুনামগঞ্জ প্রেসক্লাবে সভাপতি পঙ্কজ কান্তি দে, প্রথম আলোর স্টাফ রিপোর্টার খলিল রহমান, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য, সুনামগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মনজুর মোর্শেদ প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!