স্টাফ রিপোর্টার ::
পদোন্নতি জনিত কারনে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জীকে মানবিকতায় বিশেষ অবদান রাখার জন্য বিদায়ী সম্মাননা প্রদান করেছে তাহিরপুর উপজেলার কালচারাল সোসাইটি অব বাদাঘাট।
বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সোসাইটির সভাপতি সাংবাদিক সাজ্জাদ হোসেন শাহ্, সহ সভাপতি কামাল হোসেন, এমএ রাজ্জাক, সাধারণ সম্পাদক আবির হাসান (মানিক) বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জীর হাতে বিদায়ী সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি বাবরুল হাসান বাবলু, উপজেলা যুবলীগ আহ্বায়ক হাফিজ উদ্দিন পলাশ।
উল্লেখ্য, বিজেন ব্যানার্জী ২৮ অক্টোবর ২০১৯খ্রীঃ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তাহিরপুরে যোগদান করে অধ্যবদি তিনি হাওরের ফসল রক্ষা বাঁধ, উপজেলার টেকেরঘাটে গুচ্ছগ্রাম, উত্তর শ্রীপুর ও বাদাঘাট উত্তর ইউনিয়নে দুটি আশ্রয়ন প্রকল্প বাস্তবায়নসহ প্রাণঘাতী বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাব ও সঙ্কটকালীন সময় জীবনের ঝুঁকি নিয়ে কর্মহীন, বেকার ও অস্বচ্ছল পরিবারের দুয়ারে দুয়ারে গিয়ে খোঁজ করে খাদ্যসামগ্রী পৌছে দিয়ে মানবিকতার অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেন। এছাড়াও উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় অগ্রনী ভুমিকা পালন করেছেন। এজন্য তিনি উপজেলার সর্বসাধারণের কাছে একজন মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে আখ্যায়িত হয়েছেন।
জানা যায়, গত ৫জুন ২০২০খ্রীঃ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পদোন্নতি দিয়ে বিজেন ব্যানার্জীকে যুগ্ম সচিব করে সিলেটের হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক করে বদলীর আদেশ প্রদান করা হয়।