ছাতক প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে পুরো বিশ্বই আজ বিপর্যস্ত। মানুষ রয়েছে ঘরবন্দি। অনেকেই ভুগছেন খাদ্যসংকটে। থেমে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। চলছে অর্থনৈতিক মন্দা। ওই সময়ে ছাতকের নামি-দামি ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান ব্রীজ একাডেমী বেতনসহ আনুষঙ্গিক ফি দেওয়ার জন্য শিক্ষার্থীদের চাপ দিচ্ছে। ছাত্র-ছাত্রীদের বেতন প্রদানের জন্য অভিভাবকদের উদ্দেশ্যে মেসেজ পাঠিয়েছে গণফোরাম নেতা আয়ুব করম আলীর মালিকানাধীন এ স্কুল কর্তৃপক্ষ। ব্রীজ একাডেমীর এমন কা- অমানবিক বলে মন্তব্য করছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান, করোনার এই দূর্দিনে স্কুল কর্তৃপক্ষ বেতনের জন্য তাগিদ দিচ্ছে। এ যেনো মরার উপর খাড়ার ঘা।
এব্যাপারে ব্রীজ একাডেমীর প্রিন্সিপাল মোস্তাক আহমদ জানান, তারা বেতন চেয়ে কোনো মেসেজ দেননি। শিক্ষকদের সহায়তা করার জন্য মোবাইল ফোনে অভিভাবকদের বলছেন।