দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ও থানা এলাকায় করোনা আক্রান্ত গণমাধ্যম কর্মীসহ শ্রমজীবীদের বাড়িতে মৌসুমী ফল পাঠিয়েছেন দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাসের সংক্রমণে জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় এ পর্যন্ত ২ জন গণমাধ্যম কর্মী সহ মোট ৬১ জন ব্যক্তি আক্রান্ত হন। তন্মধ্যে ১৩ জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে ৫ জন হাসপাতালে আইসোলেশনে ভর্তি আছেন। তাদের মধ্যে ১জন সিলেটস্থ সামছুদ্দিন মেডিকেল হাসপাতালে ও ৪ জন সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছেন। করোনা আক্রান্ত ৪৩ জন ব্যক্তি নিজ বাড়ীতে সরকারি দিক নির্দেশনা মেনে হোম আইসোলেশনে রাখা হয়েছে। হোম আইসোলেশনে থাকা ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের সর্বদা খোঁজ খবর নিচ্ছেন দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।
শুক্রবার(১৯ জুন)সকালে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি)মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর দিক নির্দেশনায় জয়কলস ইউনিয়নের বিট অফিসার ও দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই/ মোহাম্মদ মনিরুজ্জামান সহ সঙ্গীয় ফোর্সদের দিয়ে গণমাধ্যম কর্মী সালেহ আহমদ হৃদয়, উপজেলা নব নির্মিত স্বাস্থ্য কমপ্লেক্সে হোম আইসোলেশনে থাকা করোনায় আক্রান্ত শ্রমিক বণি আমিন খাঁন, আলমগীর হোসেন, মো: হেলাল আহমদ, মোঃ সবুজ আলী ও মোঃ মাইদুল ইসলামের কাছে পুষ্টিকর মৌসুমী ফল পাঠিয়েছেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ও থানা এলাকাকে করোনামুক্ত করতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে জয়কলস, পূর্ব পাগলা ও পশ্চিম পাগলা ইউনিয়নকে লকডাউন ঘোষনা করা হয়েছে। লকডাউনে থাকা ব্যক্তিদের সর্বদা খোঁজ খবর নেওয়া হচ্ছে। ওসি বলেন, সকলকে সরকারের নিয়ম মেনে সামাজিক দুরত্ব ও নিজ নিজ নিরাপত্তা বজায় রেখে চলার অনুরোধ জানান। এছাড়া করোনার কোন লক্ষণ দেখা দিলে স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার অনুরোধ জন্য তিনি সকলকে অনুরোধ জানান।