স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে নতুন করে আরো ৩৩ জনের শরিরে করোনা ধরা পড়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পাঠানো নমুনা থেকে ৩৩ জনের কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। ১৯ জুন শুক্রবার শাবির পিসিআর ল্যাবের দায়িত্বপ্রাপ্তরা ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৩৩ জনের পজেটিভ রিপোর্টের কথা জানিয়েছেন।
জানা গেছে, সুনামগঞ্জ থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিসিআর ল্যাবে ১৯৫টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ থেকে ৩৩ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। তবে অন্যান্য ল্যাবে পাঠানো নমুনার তথ্য এখনো পাওয়া যায়নি। তবে নতুন ৩৩ জন নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাড়িয়েছে ৭৯০ জনে।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামসুদ্দিন শাবি পিসিআর ল্যাবের ৩৩ জনের করোনা শণাক্ত হওয়ার বিষয়টি স্বীকার করেছেন।