স্টাফ রিপোর্টার::
অনিয়ম, দুর্নীতির অভিযোগে দ্বিতীয় দিনের মতো অধ্যক্ষের অপসারণসহ ১১ দফা দাবিতে ছাত্রধর্মঘট পালন করছে সুনামগঞ্জ সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার ধর্মঘট শুরু হওয়ার পর একই দাবিতে তারা দ্বিতীয় দিনের মতো আজ মঙ্গলবারও কর্মসূচি পালন করছে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, হঠাৎ করে কলেজ ছাত্রীনিবাসের বার্ষিক ফি ৪ হাজার টাকা থেকে ৮ হাজার টাকা, ডিগ্রি পাসকোর্সের নির্বাচনী পরীক্ষা না নিয়ে ফি লুটপাট, দরিদ্র তহবিল থেকে বেনামে অর্থ লুটপাট, প্রশংসাপত্র, মসজিদ, খেলাধুলার নামে শিক্ষার্থীদের জিম্মি করে অতিরিক্ত টাকা আদায়, ছাত্রীনিবাসে নিয়মবহির্ভূতভাবে অবাধ যাতায়াতসহ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছেন অধ্যক্ষ আব্দুস সাত্তার। কলেজে শৃঙ্খলা রক্ষায় তাকে দ্রুত অপসারণ করে তার বিরুদ্ধে সরকারের বিভিন্ন বাহিনীর সমন্বয়ে দুর্নীতি অনিয়মের তদন্তের দাবি জানান শিক্ষার্থীরা।
এতে বক্তব্য রাখেন, ছাত্রনেতা সাজ্জাদুর রহমান, আবু সালেক, ইব্রাহিম, পারভেজ, মঈনুল, জাবেদ, সোহাগ, তপু প্রমুখ।