ছাতক প্রতিনিধিঃ
ছাতকে কৃষি যন্ত্রপাতি উন্নয়ন বাজেটের আওতায় উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ৭০ভাগ ভুর্তোকিতে একটি কম্বাইন হারভেষ্টার মেশিন বিতরণ করা হয়েছে। এসিআই কোম্পানির কম্বাইন হারভেষ্টার মেশিনটি ঘন্টায় ১ একর জমির ধান কাটার ক্ষমতা সম্পন্ন। মেশিনটি ৩ লক্ষ ২৫ হাজার টাকায় ক্রয় করেন কালারুকা ইউনিয়নের গড়গাঁও গ্রামের হাজী চান মিয়ার পুত্র কৃষক ছালেক আহমদ। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির ও উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান উপজেলা পরিষদ চত্বর থেকে কৃষক ছালেক আহমদকে ধান কাটার মেশিনটি বুঝিয়ে দেন। এ কম্বাইন হারভেষ্টার মেশিনের বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা। মেশিন ক্রয়ে সরকারি ভুর্তোকি দেয়া হয়েছে ৮ লক্ষ ৪০ হাজার টাকা। এসময় ছৈলা আফজালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান গয়াছ আহমদ, এসিআই কোম্পানি সুনামগঞ্জ জেলার বিজনেস ডেভেলপমেন্ট অফিসার ইঞ্জিনিয়ার সেলিম আহমদ ও উপজেলা কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।