রাজন চন্দ, তাহিরপুর
উপমহাদেশের বিশিষ্ট পার্লামেন্টারিয়ান প্রবীণ রাজনীতিবিদ, বঙ্গবন্ধু সৈনিকলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্ত স্মরণে তাহিরপুরে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগ কার্য্যালয়ে তাহিরপুর উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগ সভাপতি আলম জিলানী সুহেলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুহিবুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আলী মুর্তুজা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় কৃষকলীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদিকা এড. শামীমা শাহরিয়ার। অনুষ্ঠানে বিশেষ অথিতির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মেহেদী হাসান চৌধুরী রাসেল, সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য রিংকু চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিকলীগ জেলা যুগ্ম সম্পাদক রুকন উদ্দিন, সংগঠনিক সম্পাদক জহুর মিয়া,শামীম আহমেদ ছানী, সুনামগঞ্জ সদর বঙ্গবন্ধু সৈনিকলীগ সভাপতি নোমান হাসান খান,সাধারন সম্পাদক এনামুল হক এনাম,উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগ সহ-সভাপতি ফজলুল হক ফজলু,উপজেলা মহিলা যুবলীগ আহবায়ক আইরিন আক্তার,যুগ্ম-আহবায়ক মল্লিখা খাতুন,রেবা আক্তার,অর্চনা তালকদার,সুষমা চাম্বেল, বিউটি আক্তার,কামরুন নাহার চৌধুরী,হোসনে আরা,রেবা আক্তার,সেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক ইমরান হোসেন বিপক,শ্রমিকলীগ যুগ্ম-আহবায়ক বাবুল গাঙ্গুলী,যুবলীগ নেতা আজহারুল ইসলাম সহ উপজেলার ৭টি ইউনিয়নের বঙ্গবন্ধু সৈনিকলীগ এর নেতৃবৃন্দ।