স্টাফ রিপোর্টার::
করোনা ভাইরাস প্রতিরোধে সুনামগঞ্জের ৩০ টি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, গ্রামপুলিশ, উদ্যোক্তা ও কমিউনিটি ক্লিনিকের বব্যস্থাপনা কমিটির সদস্যদের মাঝে করোনা ভাইরাস ঝুঁকি মোকাবিলার জন্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও কার্যকর জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্প,স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুরক্ষা সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন,(ইএএলজি) প্রকল্প ডিস্ট্রক ফ্যাসিলিটেটর সৈয়দ নজরুল ইসলাম, দিরাই সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান চৌধুরী,শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু,এলজিসি প্রকল্পের জেলা কোর্ডিনেটর মিঠু রঞ্জন দাস, লজিক প্রকল্পের সমন্বয়কারী নুরুল ইসলাম সরকার, আসাদুল হক প্রমুখ।