হাওর ডেস্ক::
করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সুনামগঞ্জ জেলার নন-এমপিও শিক্ষকরা আরো বড় বিপাকে পড়েন। অবশেষে জেলার ৩১৪ জন শিক্ষক ও ১১২ জন কর্মচারী প্রধানমন্ত্রীর অনুদান পাচ্ছেন।
বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মাদ আব্দুল আহাদ।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান, প্রত্যেক নন এমপিও শিক্ষককে ৫ হাজার এবং কর্মচারীর প্রত্যেকে ২ হাজার ৫০০ টাকা হারে মোট ৪২৬ জনের অনূকূলে ১৮ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী। দ্রুতই এই টাকা তাদের কাছে পৌঁছে দেয়া হবে।
প্রধানমন্ত্রীর এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলার শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ।