ওরা এমন কেন করলো মা?
আমরা কী ওদের বিরক্ত করেছিলাম?
যদি নাই করে থাকি
তাহলে ওরা আমাদের এতো কষ্ট দিয়ে মারলো কেন?
ওরা নাকি সৃষ্টির সেরা জীব
বিবেকবুদ্ধি নেই বলেই কী ওরা সেরা!
মনের ভেতর কী ইচ্ছা নিয়ে তুমি ওখানে গেলে?
আর ঐ আনারসের ভেতরেই তো ওরা পটকা দিল পুরে
মাগো এখনো কী খুব কষ্ট হচ্ছে তোমার?
মুখ কী এখনো জ্বালা করছে?
শুনেছি ওরা নাকি নিজেদের ভ্রƒণও হত্যা করে
তাই বলে তো আমায় মারতে তাদের একটুও বাধলো না
ওরা তো নিজ জাতিকেই নাশ করে
তাদের কাছে আমার মতো এক হাতি ছানার মূল্য কোথায়?
চিন্তা করো না মা,
পরজন্মে আমি আবার হাতির ছানা হবো;
তোমার কোল আলো করে রাঙিয়ে দিয়ে যাবো
সবুজ ঘাসে গড়িয়ে লুটোপুটি খাবো,
শূড় দিয়ে পানির ফোয়ারা বানিয়ে তোমায় ভিজিয়ে দিবো
এবারের সকল স্বপ্ন,
পরেরবারে পূরণ করে নেবো।
চুপচাপ আমি যাচ্ছি ঠিকই
শোধ আমি ঠিক নেবো।
সৃষ্টিকর্তার কাছে গিয়ে,
ঐ দুষ্ট লোকদের কথা বলে দেবো।
(ভারতের কেরালা রাজ্যে করোনা মহামারী সংকটের ভেতর বুনো এক গর্ভবতী হাতিকে আনারসের ভেতর বিস্ফোরক পটকা পুরে খাইয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ২৭ মে ২০২০ তারিখে হাতিটি তিনদিন পানিতে দাঁড়িয়ে ছটফট করে মারা যায়। এই ঘটনায় বিশ্বজুড়ে বিতর্ক ও নিন্দা ওঠে। এ ঘটনা নিয়ে বাংলাদেশে এটিই প্রথম কবিতা। কবিতার রচনাকাল ৩০ মে ২০২০। কবিতাটি লিখেছে দশম শ্রেণির ছাত্রী অনন্ত দূর্বা। শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গল, মৌলভীবাজার-৩২১০, বাংলাদেশ
(ভারতের কেরালা রাজ্যে করোনা মহামারী সংকটের ভেতর বুনো এক গর্ভবতী হাতিকে আনারসের ভেতর বিস্ফোরক পটকা পুরে খাইয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ২৭ মে ২০২০ তারিখে হাতিটি তিনদিন পানিতে দাঁড়িয়ে ছটফট করে মারা যায়। এই ঘটনায় বিশ্বজুড়ে বিতর্ক ও নিন্দা ওঠে। এ ঘটনা নিয়ে বাংলাদেশে এটিই প্রথম কবিতা। কবিতার রচনাকাল ৩০ মে ২০২০)