স্টাফ রিপোর্টার::
করোনাকালে যারা সম্মুখভাগে থেকে মানুষকে সেবা দিচ্ছেন তাদের প্রতি সংহতি জানিয়েছে ‘আমরা সুনামগঞ্জবাসী’ নামের একটি সংগঠন। তাছাড়া করোনায় সচেতন হয়ে, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্যও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়। শনিবার দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে জড়ো হয়ে সংগঠনের সংশ্লিষ্টরা করোনা যোদ্ধাদের প্রতি সংহতি জানান।
সুনামগঞ্জের করোনা যোদ্ধা ডাক্তার, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, ব্যাঙ্কার, সাংবাদিকসহ যারা নানাভাবে জনগণকে করোনাকালে সেবা দিয়ে যাচ্ছেন তাদের প্রতি অনুষ্ঠানে কৃতজ্ঞতা জানানো হয়। তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। হাততালি দিয়ে অভিনন্দন জানানো হয়। এছাড়া করোনাকালে যারা অসচেতনভাবে স্বাস্থ্যবিধি না মেনে চলাফেরা করছেন তাদেরকেও সচেতন হওয়ার আহ্বান জানান সংগঠনের সংশ্লিষ্টরা।
আমরা সুনামগঞ্জবাসীর ব্যানারে অনুষ্ঠিত এই সংহতি অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর মেয়র নাদের বখত, সংগঠনের উদ্যোক্ত লেখক ও সংস্কৃতিকর্মী সুখেন্দু সেন, প্রাক্তন কাউন্সিলর আরতি তালুকদার কলি, ব্যাঙ্কার সুজাদুল হক, আশারফ হোসেন লিটন প্রমুখ।