1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৭:২৪ অপরাহ্ন

ছাতকে ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্থদের মধ্যে জেলা প্রশাসকের ঢেউটিন বিতরণ

  • আপডেট টাইম :: শনিবার, ৪ জুলাই, ২০২০, ৭.১৮ পিএম
  • ১৮২ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ গৃহহীন ৬ টি পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ। শনিবার সকালে ধারন বাজার থেকে গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের সৈদেরগাও গ্রামের ঘূর্নিঝড়ে গৃহহীন হওয়া মনির উদ্দিন, তেরাব আলী, মকদ্দুছ আলী, আব্দুল মন্নান, মহরম আলী ও ফুরকানচক গ্রামের নূরুল ইসলামের পরিবারকে তিন বান্ডিল করে ঢেউটিন প্রদান করেন জেলা প্রশাসক। গত ২৭ জুন শনিবার দুপুরে বয়ে যাওয়া ঘূর্নিঝড়ে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের সৈদেরগাও, ফুরকানচক সহ বিভিন্ন গ্রাম লন্ডভন্ড হয়ে যায়। গৃহহীন হয়ে পড়েন অনেকেই। অসহায় গৃহহীনদের মাঝে শনিবার জেলা প্রশাসক ঢেউটিন বিতরণ করেছেন। ঢেউটিন বিতরণ কালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুহেল মাহমুদ, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুব রহমান, ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, প্রেসক্লাবের সহ সভাপতি বদর উদ্দিন আহমদ, ইউপি সদস্য আব্দুর রহমান, আলতাব আলী, মুক্তিযোদ্ধা আকরাম আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সাকের রহমান, ছাত্রলীগের আহবায়ক তাজামুল হক রিপন প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ বলেন, যেকোনো দূর্যোগের সময় ধৈর্য ধারন করেই দূর্যোগ মোকাবেলা করতে হয়। ঘূর্নিঝড় ও বন্যায় এ অঞ্চলের মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। তিনি বলেন, সরকার সবসময় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে। আমরা চেষ্টা করবো কোনো ক্ষতিগ্রস্থরা যাতে সরকারি সহযোগিতা থেকে বঞ্চিত না হয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!