স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের ২৪তম সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি সুনামগঞ্জ শহরের আবুল হোসেন মিলনায়তনে অনুষ্ঠত সাধারণসভাটি অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর সভায় চেম্বারের সকল স্তরের সাধারণ সদস্যসহ নির্বাহী কমিটির পরিচালকরাও অংশ নেন।
সাধারণসভা উপলক্ষে নানা পর্বে সাজানো হয় অনুষ্ঠান। সাধারণ সদস্যরাও বিভিন্ন বিষয়ে কথা বলার সুযোগ পান। পরে র্যাফেল ড্রর মাধ্যমে সদস্যদের পুরস্কার প্রদান করা হয়।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এর সভাপতি খায়রুল হুদা চপলের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণসভায় বক্তব্য রাখেন সহসভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি সজীব রঞ্জন দাশ, আসাদুজ্জামান সেন্টু, খন্দকার মঞ্জুর আহমদ প্রমুখ।