স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের বন্যার্ত ১২’শ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছেন মোহনপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত সাবেক চেয়ারম্যান প্রার্থী ও সদর উপজেলা কৃষক লীগ সভাপতি বিশিষ্ট দানবীর মঈনুল হক। মোহনপুর ইউনিয়নে এটাই বন্যার্ত মানুষের জন্য ত্রাণ সহায়তা বলে জানা গেছে। ত্রাণ দিলেও দানবীর মঈনুল হক কোন ছবি তুলে প্রচারণা চালাননি। নেতাকর্মীদেরও এমন প্রচারণা চালাতে বারণ ছিল তার।
জানা গেছে গত ২৫-২৯ জুন সুনামগঞ্জে বন্যা হয়। বন্যার পর মঈনুল হক প্রতিটি ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মীদের দিয়ে অসহায় পরিবারের তালিকা করেন। গত সোমবার থেকে বিভিন্ন ওয়ার্ডে তিনি ময়দা, চিনি, চিরা, মুড়িসহ শুকনো খাবার বিতরণ করেন। ইউনিয়নের ৯টি ওয়ার্ডেই তালিকাভূক্ত বন্যার্তদের মধ্যে এই ত্রাণ বিতরণ করেন তিনি।
মঈনুল হক বলেন, আমার ইউনিয়ন অবহেলিত। অন্যান্য এলাকার মতো ত্রাণ তৎপরতাও কম। আমি সাধ্য মতো ১২ শ পরিবারকে শুকনো খাবার দিয়েছি। যাদের সাধ্য আছে তাদেরও অসহায় মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানাই।