জুনাইদ আহমদ:
ছাতকের কৈতক ২০ শয্যা হাসপাতালে ৯ লক্ষ টাকা মূল্যের চিকিৎসা সরঞ্জামাদি প্রদান করা হয়েছে। জাউয়াবাজার উপজেলা বাস্তবায়ন পরিষদের প্রবাসীদের উদ্যোগে এ চিকিৎসা সরঞ্জামাদি প্রদান করা হয়। চিকিৎসা সরঞ্জামাদি হস্তান্তর উপলক্ষে শুক্রবার বিকালে হাসপাতালে এক সভা অনুষ্ঠিত হয়। জাউয়া উপজেলা বাস্তবায়ন পরিষদের আহবায়ক ও ভাতগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গিয়াস মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মিসবাহুজ্জামান শিলু’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের প্যানেল স্পীকার, ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা.শামসুদ্দিন আহমদ,
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাজীব চক্রবর্তী, কৈতক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.মোজাহারুল ইসলাম, ছাতক সমিতি সিলেটের সাধারন সম্পাদক আফজাল হোসেন, জাউয়া বাজার ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মনিসংকর ভৌমিক, প্রবাসী আওয়ামীলীগ নেতা আমজাদ হোসেন, জাউয়া বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি ও জাউয়া বাজার উপজেলা বাস্তবায়ন পরিষদের অর্থ সম্পাদক আসাদুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন জাউয়াবাজার ইউনিয়নের চেয়ারম্যান মুরাদ হোসাইন
গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়নের চেয়ারম্যান আখলাকুর রহমান, সিংচাপইড় ইউপি চেয়ারম্যান মুজাহিদ আলি, জাউয়াবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম, পাইগাও উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক দিগেন্দ্র কুমার তালুকদার, জাউয়া বাজার ইউপির সাবেক চেয়ারম্যান আকলুছ মিয়া, পাইগাও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী আবদুল হক, জাউয়া বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আসক উদ্দিন, খুরমা দক্ষিণ ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল খালিক, জাউয়া বাজার ব্যাবসায়ী সমবায় সমিতি’র সাধারণ সম্পাদক নুর মিয়া, জাউয়া বাজার ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান ও বর্তমান সদস্য আব্দুল কদ্দুস সুমন ও জাউয়া বাজার ইউপি সদস্য আব্দুল হক, আব্দুর রহিম, আঙ্গুর মিয়া প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন হাফিজ রাকিব আলি। এর আগে প্রবাসীদের উদ্যোগে ছাতক হাসপাতালে চিকিৎসা সরঞ্জামাদির জন্য ৪০ হাজার টাকা প্রদান করেন মুহিবুর রহমান মানিক এমপি। কন্ট্রাক্টর কর্তৃক প্রদেয় ছাতক ও কৈতক হাসপাতালের ২৮ জন আউটসোর্সিং কর্মীদের ভাতা ১ লক্ষ ৬৪ হাজার টাকা প্রদান করা হয়েছে।##