শাল্লা প্রতিনিধি::
উপজেলার ২নং হবিবপুর ইউপির নওয়াগাঁও গ্রামের বাসিন্দা বিল্টু দাস (২৮) নামের এক যুবক পিডিবির বিদ্যুতের তারে ধাক্কা খেয়ে বিদ্যুতায়িত হয়ে নিহত হয়েছেন। তিনি মৃত নিরাপদ দাসের ছেলে। ১২ জুলাই দুপুরে বন্যায় নিজ বাড়ি রক্ষা করার জন্য কচুরিপানা সংগ্রহ করতে এসেছিলেন আনন্দপুর গ্রামের ঘিলুটিয়া নামক স্থানে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে প্রচণ্ড বাতাসের বেগে ইঞ্জিন চালিত নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক তারে ধাক্কা খেলে বাম হাত দিয়ে বিদ্যুতের তারে ধরে ফেলে বিল্টু দাস। এসময় বিদ্যুৎ সচল থাকায় সাথে সাথে পানিতে পড়ে যায় বিল্টু দাস। পরে ২ঘণ্টা খোঁজাখুঁজির পর লাশ উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ এসে সুরতহাল তৈরি করে লাশ থানায় নিয়ে যায়। এব্যাপারে শাল্লা থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোরশেদ বলেন লাশ মর্গে পাঠানো হবে। উল্লেখ্য, এই স্থানে বিদ্যুতের তার অনেকটা ঝুলে থাকায় প্রায়শই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানান এলাকাবাসী।