ছাতক প্রতিনিধিঃ
ছাতক পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ডের দক্ষিণ বাগবাড়ী, লেবারপাড়া, কুমনা, বাশখালা, ভাজনামহল, শ্যামপাড়া, পালপাড়া এলাকার বন্যা দুর্গত ৩০০ পরিবার ও এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের বন্যা আশ্রয়কেন্দ্রে থাকা ৫০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন পৌর মহিলা কাউন্সিলর তাছলিমা জান্নাত কাকলি। সোমবার বিকালে তিনি ওই ওয়ার্ডের পানিবন্দি এলাকায় বাড়ী বাড়ী গিয়ে বন্যার্তদের খোঁজ খবর নেন। আর এসময় পানিবন্দি থাকা বন্যা পীড়িত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন। ত্রাণ বিতরণকালে স্থানীয় লিয়াকত আলী, সালাউদ্দিন, রমজান আলী, লিমন মিয়া, বকুল মিয়া, আবিদ হোসেন, সোহাগ আহমদ, তুহিন, আলমগীর হোসেন, ফজল মিয়া, আলম মিয়া, জাকারিয়া আবেদীন, ফয়ছল আহমদ, তপন দাস, নিমাই দাস, সুয়েব আহমদ, ঝুনু দাস, মিঠু পাল, মোহাম্মদ রুমেন প্রমুখ উপস্থিত ছিলেন।