স্টাফ রিপোর্টার::
বাউল স¤্রাট শাহ আবদুল করিমের জন্মভিটা দিরাই উপজেলার উজানধল গ্রামে শুক্রবার রাত থেকে শুরু হয়েছে শাহ আবদুল করিম লোক উৎসব। শাহ আবদুল করিমের জীবদ্দশায় ২০০৬ সাল থেকে এলাকাবাসী উৎসবটি পালন করছেন। এবারের উৎসবে পৃষ্টপোষকতা দিচ্ছে বহুজাতিক কোম্পানী প্রাণ-আরএফএল। উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে বাউলের শীষ্য, অনুরাগী ও ভক্তবৃন্দ এসেছেন।
শুক্রবার সন্ধ্যায় শুরু হওয়া উৎসবে শাহ আবদুল করিমের জীবন ও সঙ্গীত নিয়ে আলোচনা করেন অতিথিবৃন্দ। রাতে শুরু হয় শাহ আবদুল করিমের গান। শিল্পী ফকির আলমগীর, বাউল আবদুর রাহমান, বাউল সিরাজ উদ্দিন, বাউল রনেশ ঠাকুর, বাউল লালশাহসহ স্থানীয় বাউলবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন।
শনিবার রাতব্যাপী দেশের বিভিন্ন স্থান থেকে আগত বাউলরা সঙ্গীত পরিবেশন করবেন। রবিবার ভোরে শেষ হবে দুদিন ব্যাপী উৎসবের।