স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ অষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে। তবে ভোটারদের উপস্থিতি একেবারে কম। গড়ে ৫০ ভাগের চেয়ে কম ভোট কাস্ট হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
একটি পৌরসভা ও ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৬৭ হাজার ৪৯৯ জন। এর মধ্যে পুুরুষ ভোটার ৮৩ হাজার ৬শ ৯২ ও মহিলা ভোটার ৮৩ হাজার ৮শ ৭জন। মোট ৮৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৫১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ন হিসেবে চিহিৃত করা হলেও কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচনের রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান জানান, সুষ্টু নির্বাচনের লক্ষ্যে ১৬জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছিল। আইনশৃংখলা রক্ষায় ৮১৩জন পুলিশ, ৬০জন বিজিবি, ৩২জন র্যাব, আনসার ও ভিডিপির আরো ১ হাজার ৪৪ জন সদস্য নিয়োজিত ছিলেন। ভোটার উপস্থিতি আশানূরূপ নয় বলে জানা তিনি।