1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৭ অক্টোবর ২০২৪, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জামালগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা সিলেটে শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে অপসারণের দাবিতে গণস্বাক্ষর কার্যক্রম ২৫০ শয্যা হাসপাতালে সেবার মান বাড়ানোর দাবিতে মতবিনিময় সুনামগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ বন্যার্তদের সহায়তায় সুনামগঞ্জে শিল্পকলা একাডেমির ব্যতিক্রমী ছবি আঁকার কর্মসূচি জগন্নাথপুরে শিক্ষিকা লাঞ্চিত: দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেশের গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সকল কালাকানুন বাতিলের দাবি সাবেক ছাত্রলীগ নেতা পান্নার মরদেহ হস্থান্তর করলো মেঘালয় পুলিশ কাদের সিদ্দিকী বললেন: বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয় বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ২০ লাখ শিশু ঝুঁকিতে : ইউনিসেফ

স্বজন, সহকর্মীদের চোখের জলে সাংবাদিক আবেদকে শেষ বিদায়

  • আপডেট টাইম :: বুধবার, ২২ জুলাই, ২০২০, ৯.৪১ পিএম
  • ২৭৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের সিনিয়র সাংবাদিক, সুনামগঞ্জে কর্মরত আরটিভির স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি ও সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নেতা আবেদ মাহমুদ চৌধুরী (৪৬) কে চোখের জলে শেষ বিদায় জানিয়েছেন স্বজন, সহকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। বুধবার সকালে তার অকাল মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে হাসননগরস্থ বাসভবনে ভীড় জমান তারা। এক নজর দেখে অনেকেই কেঁদেকেট বুক ভাসান। স্বজনদের শান্তনা দিতে গিয়ে নিজেরাই অশ্রুসিক্ত হন। বাদ আসর নামাজে জানাযা অনুষ্ঠিত হয় সুনামগঞ্জ শহরের আরপিন নগর ঈদগাহে। পরে আরপিন নগর জামে মসজিদে তার কবর দেওয়া হয়।
আবেদ মাহমুদের অকাল মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে দেশ বিদেশের নানা পেশার মানুষজনক তার আতœার শান্তি কামনা করে প্রার্থনা করেন। জানাযায় অংশ নেন পৌর মেয়র নাদের বখত, জেলা ক্রিড়া সংস্থার সেক্রেটারি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সমাজসেবী দেওয়ান সাজাউর রাজা সুমন, সাবেক ভারপ্রাপ্ত মেয়র নূরুল ইসলাম বজলু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ কে এম মহিম প্রমুখ।
এদিকে দীর্ঘদিনের সহকর্মী ও সুনামগঞ্জ প্রেসক্লাবের নিবেদিতপ্রান নেতা আবেদ মাহমুদের মৃত্যুতে শোক জানিয়েছে সুনমগঞ্জ প্রেসক্লাব ও সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ। সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি পঙ্কজ দে, সাধারণ সম্পাদক একে এম মহিম গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পৌর মেয়র নাদের বখত, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক এনামুল কবির ইমন, জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দল শোক প্রকাশ করেছে।
সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার সকালে মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য স্বজন রেখে মারা যান।
আবেদ মাহমুদ জাতীয় দৈনিক আজকের কাগজের জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। ওই পত্রিকা বন্ধ হওয়ার আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। পরে বেসরকারি টিভি আরটিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন। কয়েক বছর আগে ওই টিভি কর্তৃপক্ষ তাকে সুনামগঞ্জের স্টাফ রিপোর্টার হিসেবে পদোন্নতি দেয়। তিনি স্থানীয়ভাবে দৈনিক আজকের সুনামগঞ্জ নামের একটি দৈনিকও সম্পাদনা করতেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!